
মঙ্গলবার ০৬ মে ২০২৫
চন্দ্রনাথ ব্যানার্জী,শান্তিনিকেতন : বিশ্বভারতীতে বিতর্কিত ফলক বদলের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ।প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বসানো বিতর্কিত ফলক এবার বদলাতে চলেছে৷ নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না। বদলে থাকবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ তারপরে ফলকের বয়ান কি হবে ? মন্ত্রক তা মোটামুটি জানিয়ে দেওয়ার পরে বলে দিয়েছে ৬ জনের একটি কমিটি গঠন করতে হবে। তার মধ্যে চারজন বিশ্বভারতীর সিনিয়র মোস্ট অধ্যাপক বিশেষ করে বাংলা বিভাগের প্রধান রাখতে হবে সেই কমিটিতে এবং বাকি দুজন থাকবেন কর্মসমিতি থেকে। এই ছয় জন বসে ঠিক করবেন ফলকের বয়ান কি হবে ? ফলকের ডিজাইন কি হবে ? যেহেতু বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য কলাভবনেরই অধ্যক্ষ সেজন্য তার মতামত এখানে যে গুরুত্ব পাবে তা বলার অপেক্ষায় রাখে না। উপাচার্য আগেই অবশ্য ঘনিষ্ঠ মহলে বলে ছিলেন শান্তিনিকেতনের মানানসই নান্দনিক একটি ফলক তৈরি করা হবে। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে দীর্ঘ ১৪ দিন ফলক বদলের জন্য ধরনা হয়েছিল। সেই ধরনা মঞ্চ থেকে ফলক বদলের দাবি জানানো হয়েছিল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন রবীন্দ্রনাথের কোনও অপমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মানেননি আজও মানবে না। তার আন্দোলন যে ঠিক তা ফলক বদলের নির্দেশেই প্রমাণ হয়ে গেছে তবে আমরা চাই যথা শীঘ্র সম্ভব সেই ফলক পরিবর্তন করা হোক ফিরে আসুক বিশ্বভারতীতে শান্তিনিকেতনের পরিবেশ। ১৭ সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো। এই মর্মে তিনটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই বিতর্কিত ফলকগুলি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় বসানো হয়েছে। তাই উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা সহ আরও কিছু মামলায় উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে শান্তিনিকেতন থানা৷ ভিডিও ক্যামারার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই হাইকোর্ট উপাচার্যকে রক্ষাকবচ দিয়েছে। অন্যদিকে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ১৫ তারিখের মধ্যে বাংলো কাম অফিস ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া সত্ত্বেও, পূর্বিতা থেকে এখনও এক চুলও নড়েননি, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অধ্যাপক ইউনিয়নের পক্ষ থেকে ভি ভি উফার পক্ষ থেকে ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে অবিলম্বে উপাচার্যের বাংলো কাম অফিস ছাড়ার নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল লিখিতভাবে । বিশ্বভারতী কর্তৃপক্ষ বুঝতে পারছেন না যে তারা বেআইনি অনুপ্রবেশকারির মামলা করে তাকে উচ্ছেদের জন্য পুলিশি সাহায্য নেবেন কিনা ? যদিও ছাত্ররা জানিয়েছে আগামীকাল তারা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু করবে। আসলে বিশ্বভারতীর ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি। উপাচার্যদের পদের মেয়াদ শেষ হতেই তারা বাংলো ছেড়ে ফিরে গেছেন নিজেদের কর্মস্থলে এই প্রথম উপাচার্য যিনি অবসর নেওয়ার পরেও কিছুতেই বাংলো ছাড়তে চাইছেন না। তিনি আবারও অশান্তি চাইছেন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে